How to use any app without installing | Play Store Hidden Features | Instant Apps Tutorial | Play Store এর লুকানো সেটিং জেনে নিন .
Instant Apps ব্যবহার করার জন্য google কিছু product আপনাকে আপডেট করে নিতে হবে
.
যেমন Google
play services, Play Store এবং Google এগুলোকে আপনাকে আপডেট করে নিতে হবে ।
প্রথমে Play Store Open করে setting চলে আসবেন এবার নিচে দেখাবে Play Store version ওখানে ক্লিক করবেন দেখাবে google
play store is up to date এর মানে আপনার play
store অলরেডি update আছে । এবার GOOGLE এবং Google
play services অ্যাপ্লিকেশনকে
আপডেট করে নিন .
এবার আপনি আপনার ফোনের সেটিংস চলে
আসুন এবার গুগল ক্লিক করুন এবার নিচে দেখুন Instant Apps দেখাবে এটি ওপেন করেই অন করে
দেবেন ।
আপনার কাজ শেষ এবার আপনি প্লে স্টোরে
অ্যাপ্লিকেশনও সার্চ করুন এবং দেখবেন try now দেখাবে । এভাবে আপনি Instant Apps
ব্যবহার
করতে পারেন.
মনে রাখবেন - গুগলের এই আপডেট টি নতুন তাই সব application কাজ করে না
কিছু কিছু অ্যাপ্লিকেশন কাজ করে, তবে
পরে সব অ্যাপ্লিকেশন কাজ করবে.

No comments:
Post a Comment