আপাতত যা খবর দীপাবলীর আগের একাধিক শহরে গিগাফাইবার পরিষেবা শুরু করবে জিও। যে এলাকা থেকে বেশি রেজিস্ট্রেশান হবে সেই সব এলাকাতে আগে কানেকশান দেওয়া যাবে। অবশ্যই শুরুতে মেট্রো শহরগুলিতে এই পরিষেবা শুরু হবে।
নেকদিন ধরেই একাধিক শহরে পরীক্ষামূলকভাবে বিভিন্ন শহরে এই পরিষেবা চালাচ্ছে রিলায়েন্স জিও। ১৫ আগস্ট থেকে এই পরিষেবার জন্য রেজিস্ট্রেশান শুরু হবে। Jio.com ও MyJio অ্যাপ থেকে এই পরিষেবার জন্য রেজিস্টার করতে পারবেন গ্রাহকরা।
একাধিক রিপোর্টে জানা গিয়েছে এখন বাজারে ব্রডব্যান্ড ইন্টারনেটের যা খরচ তার অর্ধেক দামে গিগাফাইবার পরিষেবা শুরু করবে জিও। দেশে বেশিরভাগ ফাইবার কানেকশানে মাসে ৭০০-১০০০ টাকা খরচ করতে হয়। গিগাফাইবারে মাসে ৫০০ টাকায় ফাইবার ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
এই কানেকশানের জন্য নতুন একটি রাউটার কিনতে হবে গ্রাহককে। এই রাউটারের নাম জিও গিগারাউটার। এর সাথেই টিভি পরিষেবা চালু করবে জিও। এই কানেকশানের মাধ্যমে সব স্যাটেলাইট চ্যানেল দেখা যাবে। টিভির সেট টপ বক্স দিয়ে উচ্চ মানের ভিডিও কল করা যাবে। এর সাথেই কন্ঠস্বরের মাধ্যমে গিগাটিভি কন্ট্রোল করা যাবে।
গিগাফাইবার ইন্সটলেশানের জন্য গ্রাহকের কাছ থেকে কোন টাকা নেবে না জিও। তবে ইন্সটলেশান বিনামূল্যে করে দিলেও নতুন কানেকশান নেওয়ার সময় গ্রাহকের কাছ থেকে একটি সিকিউরিটি ডিপোজিট নিতে পারে জিও।

No comments:
Post a Comment