গত ১০০ বছরে সেই রাজ্যে এমন বন্যা দেখা যায়নি। ক্ষতির পরিমান প্রায় ২০০০ কোটি টাকা। এই পরিস্থিতিতে সারা দেশের মানুষ কেরলে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেরলের মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দশ কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষনা করেছেন। আপনিও অনলাইনে একাধিক উপায়ে কেরলের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে পারবেন।
১। মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল
যে কোন ব্যক্তি কেরলের মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে অনুদান দিতে পারেন এর জন্য donation.cmdrf.kerala.gov.in ওয়েবসাইটে ভিসিট করে অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা UPI পেমেন্টের মাধ্যমে কেরলের মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে অনুদান দিতে পারেন।
অনলাইনে বা অফলাইনে অ্যাকাউন্ট ফান্ড ট্রান্সফারের মাধ্যমেও কেরলের মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে অনুদান দেওয়া সম্ভব। নীচে কেরল মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল অ্যাকাউন্টের বিবরন দেওয়া হল,
ব্যাঙ্ক – স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
অ্যাকাউন্ট নম্বর – ৬৭৩১৯৯৪৮২৩২
শহর - তিরুভনন্তপুরম
IFSC - SBIN0070028
PAN - AAAGD0584M
Swift Code - SBININBBT08
Paytm
Paytm গ্রাহকরা চাইলে Paytm অ্যাপ থেকে সরাসরি কেরলের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে পারেন। Paytm অ্যাপ ওপেন করার সাথে সাথেই সামনেই ‘Kerala floods' আইকন দেখতে পাবেন। সেখানেই কত টাকা দান করতে চান তা লিখে পেমেন্ট করে দিতে হবে।
Amazon
ভারতে Amazon ওয়েবসাইট থেকেও কেরলের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো সম্ভব। এই ওয়েবসাইটে কেরলে বন্যায় কাজ করছে এমন অনেক NGO-র নাম রয়েছে। এর মধ্যে যে NGO কে আপনি টাকা দিতে চান সেই NGO-এর নাম সিলেক্ট করে যত টাকা দিতে চান তা লিখে পেমেন্ট করে দিতে হবে।
Zomato
Zomatoঅ্যাপ এর মাধ্যমে কেরলের জন্য খাবার কিনে দিতে পারবেন। Zomatoসেই খাবার কেরলে বন্যা দুর্গতদের কাছে পাঠিয়ে দেবে। একসাথে ৬ ত্থেকে ১০ জনকে খাবার কিনে দেওয়া যাবে।
TrueCaller
TrueCaller অ্যাপ ব্যবহার করে ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা UPI পেমেন্টের মাধ্যমেও কেরলের মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে সাহায্য করা সম্ভব।
Google Tez
Google Tez অ্যাপ এর হোমপেজে কেরলে বন্যাদুর্গতদের অনুদান করার অপশান দেখতে পাবেন। তা সিলেক্ট করে যত টাকা অনুদান করতে চান তা লিখে পেমেন্ট করে দিতে হবে।






No comments:
Post a Comment