সাধারন ছবি শেয়ারের সময় অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা সেই ছবির সাথে সোশাল মিডিয়ায় জন সমক্ষে নিয়ে আসি। অনলাইনে প্রতি নিয়ত ছবি পোস্ট করে অজান্তেই নিজের বা প্রিয়জনের বিপদ ডেকে আনছেন না তো? সুরক্ষা নিশ্চিত কর্তে অনলাইনে ছবি পোস্ট করার আগে কোন জিনিসগুলিতে নজর দেওয়া উচিৎ?
ছবিতে আপনাকে ছাড়া আর কী দেখা যাচ্ছে?
অনেক সময় সেলফি অথবা ফোনে তোলা অন্য ছবিতে নিজেকে ছাড়াও অনেক ব্যক্তিগত তথ্য থেকে যায়। বিশেষ করে ঘরের ভিতরে তোলা ছবিতে বাড়ির অনেকঅটাই দেখা যায়। যা আপনার সুরক্ষার জন্য ভালো নয়। এছাড়াও আপনার সাথে ছবিতে অন্য কেউ থাকলে সেই ব্যক্তি কোথায় রয়েছেন তা অজান্তেই আনলাইনে চলে আসে। এর ফলে আপনি অজান্তেই নিজেকে ও অন্যকে বিপদের সামনে ঠেলে দিতে পারেন।
ছবি কোথায় তোলা?
কোন ছবি এক ঝলক দেখেই বুঝে নেওয়া সম্ভব সেই ছবি কোথায় তোলা। এর ফলে আপনি ঠিক কোন জায়গাতে আছেন তা বিশ্বের যে কোন ব্যক্তি জেনে নিতে পারবেন। এছাড়াও বাড়িতে তোলা ছবির জিওলোকেশান অন থাকলে সারা বিশ্বের কাছে আপনার বাড়ির ঠিকানা জানিয়ে দিচ্ছেন। পরে অন্য কোথাও গিয়ে ছবি পোস্ট করলে সহজেই জেনে যাওয়া যাবে যে আপনি বাড়িতে নেই। চোরেদের কাছে ইতিমধ্যেই আপনার বাড়ির ঠিকানা রয়েছে। বাকিটা বুঝে নিতে অসুবিধা হচ্ছে না নিশ্চই।
ছবির মেটাডাটা
কোন ছবি কী সেটিংস এ, কোথায়, কবে, কখন তোলা হয়েছে তা স্টোর থাকে এই মেটাডাটাতে। এই ডাটা ব্যবহার করে যে কেউ আপনার বাড়ি বা প্রিয়জনের বাড়িতে তোলা ছবি থেকে সেই জায়গার ঠিকানা পেয়ে যেতে পারেন। তাই অনলাইনে ছবি শেয়ার করার আগে ছবির মেটাডাটা ডিলিট করে দিন।

No comments:
Post a Comment