দ্বিতীয়বার লঞ্চের কয়েক ঘন্টার মধ্যেই প্লে স্টোর থেকে উধাও বাবা রামদেবের স্বদেশী মেসেজিং অ্যাপ - Online Bangla

Breaking

Saturday, August 18, 2018

দ্বিতীয়বার লঞ্চের কয়েক ঘন্টার মধ্যেই প্লে স্টোর থেকে উধাও বাবা রামদেবের স্বদেশী মেসেজিং অ্যাপ

কিছুদিন আগেই বাজারে এসেছিল বাবা রামদেবের স্বদেশী মেসেজিং অ্যাপ কিম্ভো। কিন্তু অ্যাপ এর মধ্যে অনেক সমস্যা থাকায় লঞ্চের কয়েক ঘন্টার মধ্যেই প্লে স্টর থেকে সেই অ্যাপ সরিয়ে নিতে বাধ্য হয়েছিল পতাঞ্জলি। স্বাধীনতা দিবসে আবার প্লে স্টোরে দেখা গেল বাবা রামদেবের মেসেজিং অ্যাপ কিম্ভো। আবারও কয়েক ঘন্টার মধ্যেই প্লে স্টোর থেকে উড়ে গেল বাবা রামদেবের স্বদেশী মেসেজিং অ্যাপ। আগামী ২৭ অগাস্ট আবার প্লে স্টোরে এই অ্যাপ ফিরে আসবে বলে জানানো হয়েছে।
১৫ অগাস্ট আবার এই অ্যাপ সামনে আসার পরেই গ্রাহকরা কিম্ভো ডাউনলোড শুরু করে দেন। কিন্তু এবারও অ্যাপ ব্যবহারের সময় একাধিক সম্মুখীন হতে হয়েছে কিম্ভো গ্রাহকদের। বেশিরভার সময়েই কিম্ভোর সিস্টেম UI বন্ধ হয়ে যাচ্ছিল। জনপ্রিয় টেক ওয়েবসাইট Beebom এ জানানো হয়েছে 'সোশ্যাল রেভোলিউশান মিডিয়া অ্যান্ড রিসার্চ প্রাইভেট লিমিটেড’ নামে এক কোম্পানির অধীনে এই অ্যাপ লঞ্চ হয়েছে। এই কোম্পানির নিজের কোন ওয়েবসাইট পর্যন্ত নেই। সুডেনের এক ডোমেন থেকে এই কোম্পানির ওয়েবসাইট চালানো হয়। এই ডোমেনে ক্লিক করলে একটি ফেসবুক পেজ খুলে যাচ্ছে। এই ফেসবুক পেজে এক হাজারের কাছে ফলোয়ার রয়েছে।
মে মাসে প্রথম মাসনে এসেছিল পতাঞ্জলির স্বদেশী মেসেজিং অ্যাপ কিম্ভো। লঞ্চের সময় মুখ থুবড়ে পড়েছিল রামদেবের স্বপ্নের এই অ্যাপ। লন্দচের দিনই টুইটারে ইন্টারনেট সুরক্ষা বিশেষজ্ঞ এলিয়ট অ্যান্ডারসান জানিয়েছিলেন কিম্ভো অ্যাপ এ গ্রাহক সুরক্ষার নাম মাত্র নেই। এমনকি এই অ্যাপ থেকে করা চ্যাট গুলি এনক্রিপটেড নয় বলে জানিয়েছিলেন তিনি। এর পরেই প্লে স্টোর থেকে কিম্ভো অ্যাপ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল পতাঞ্জলি। এখন দেখার ২৭ অগাস্ট ফাইনাল রিলিজে এই অ্যাপ সম্পর্কে কী মন্তব্য করেন সুরক্ষা বিশেষজ্ঞরা।

No comments:

Post a Comment

Pages