এর সাথেই যাঁরা নতুন PUBG খেলা শুরু করবেন তাদের গেম বুঝে নিতে সুবিধা হবে এই ট্রেনিং মোডে। প্যারাশুট ল্যান্ডিং থেকে শুটিং, সব কিছুতেই নিজেদের স্কিল বাড়িয়ে নেওয়া যাবে PUBG-র নতুন ট্রেনিং মোডে।
সম্প্রতি এক টুইটে নতুন এই ট্রেনিং মডের কথা ঘোষনা করেছে PUBG। ৫ থেকে ২০ জন খেলোয়ারকে ২ বর্গ কিমি ম্যাপে ট্রেনিং করতে দেওয়া হবে। এই জায়গার মধ্যে খেলোয়াড়রা দাঁড়িয়ে থাকা ও চলমান জিনিসে শুটিং অনুশীলন করতে পারবেন। এই ম্যাপে মেলি অ্যাটাক ও ক্লোজ কোয়াটার কমব্যাট অনুশীলনের জন্য নির্দিষ্ট জায়গা থাকবে। গেমের মধ্যে যা কিছু করা সম্ভব তা অনুশীলন করতে পারবেন খেলোয়াড়রা।
আগামী এক মাসের মধ্যে PUBG গেমে এই ট্রেনিং ম্যাপ চলে আসবে। এই ট্রেনিং ম্যাপের সাথেই গেমে আরও নতুন ফিচার যোগ হতে পারে বলে জানা গিয়েছে।
টুইটারে এক পোস্টে PUBG জানিয়েছে, “সামনে আনছি নতুন ট্রেনিং মোড। ট্রেনিং মোডে ২x২ কিমি ম্যাপে PUBGখেলোয়াড়রা অনুশীলন করতে পারবেন। এখানে ড্রাইভিং, রেসিং, প্যারাশুটিং, মেলি অ্যাটাক ও ক্লোজ কোয়াটার কমব্যাট অনুশীলন করা যাবে। আগামী মাসেই PUBG গেমের ভিতরে নতুন ট্রেনিং মোড চলে আসবে।”

No comments:
Post a Comment