স্যামসাং চার্জার
স্যামসাং চার্জারের উপরে লেখা দেখে নকল চার্জার চেনা যাবে। চার্জারের উপরে A+ আর 'Made in China’লেখা থাকলে সেই চার্জার নকল হওয়ার সম্ভাবনা বেশি।
স্যামসাং চার্জারের উপরে লেখা দেখে নকল চার্জার চেনা যাবে। চার্জারের উপরে A+ আর 'Made in China’লেখা থাকলে সেই চার্জার নকল হওয়ার সম্ভাবনা বেশি।
অ্যাপেল চার্জার
বাজারে অ্যাপেলের নকল চার্জার ভর্তি। খুব সহজে এই নকল চার্জারগুলিকে আসল চার্জারের থেকে আলাদা করা যায় না। নকল অ্যাপেল চার্জারের অ্যাপেল লোগো একটি বেশি কালো দেখায়।
শাওমি চার্জার
সাধারণত চার্জারের তারের দৈর্ঘ্য মেপে নকল চার্জার চেনা সম্ভব। আপনার বাড়িতে ইতিমধ্যেই একই আসল চার্জার থাকলে সেই চার্জারের আয়তন ও তারের দৈর্ঘ্যের সাথে নতুন চার্জারের আয়তন ও তারের দৈর্ঘ্য মিলিয়ে দেখুন। আলাদা হলে নতুন চার্জার নকল হওয়ার সভাবনা বেশি।
ওয়ানপ্লাস চার্জার
ওয়ানপ্লাস চার্জার
খুব সহজেই ওয়ানপ্লাস নকল চার্জার কেনা সম্ভব। যদি চার্জিং এর সময় চার্জারের আলো ব্লিঙ্ক না করে তবে তা নকল চার্জার। আসল চার্জারে ফোন চার্জিং এর সময় এই আলো ব্লিঙ্ক করে।
হুয়েই চার্জার
চার্জারের উপরের বার কোড মিলিয়ে হুয়েই চার্জার নকল কী না তা জানা যায়। এই বার কোড না মিললে তা অবশ্যই নকল চার্জার।
গুগল পিক্সেল চার্জার
পিক্সেল স্মার্টফোনের সাথে ফাস্ট চার্জার দেয় গুগল। নতুন চার্জারে ফোন চার্জ হতে আগের থেকে বেশি সময় লাগলে বুঝতে পারবেন গুগল্পিক্সেল ফোনের জন্য কেনা নতুন চার্জারটি নকল।

No comments:
Post a Comment