Samsung Galaxy A7 ফোনের প্রধান আকর্ষন এই ফোনের ট্রিপ রিয়ার ক্যামেরা সেট আপ। এই সপ্তাহের শুরুতেই দক্ষিন কোরিয়ায় এই ফোন লঞ্চ হয়েছিল। এই তিনটি ক্যামেরায় থাকছে একটি ২৪ মেগাপিক্সেল একটি ৮ মেগাপিক্সেল সেন্সার। এই ক্যামেরায় আলাফদা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের জন্য দারুন ওয়াইড ছবি ও ভিডিও তোলা যাবে। এর সাথেই থাকবে ডেপ্ত সেন্সিং এর জন্য একটি ৫ মেগাপিক্সেল সেন্সার। এইন ক্যামেরা দিয়ে 960 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে সুপার স্লো মোশান ভিডিও তোলা সম্ভব।
Samsung Galaxy A7 এর ভিতরে রয়েছে একটি ৬ FHD+ Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে কোম্পানির নিজস্ব Exynos 7885 প্রসেসার, 4GB/6GB RAM আর 64GB/128GB স্টোরেজ। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এই ফফোনের স্টোরেজ আরও 512GB বাড়িয়ে বেওয়া যাবে।
ফোনের পাশে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এছাড়াও থাকবে সব প্রয়োজনীয় সেন্সার। কানেক্টিভিটির জন্য Wi-Fi 802.11 a/b/g/n/ac (2.4/5GHz), VHT80, Bluetooth v 5.0, ANT+, a USB Type-B, NFC, GPS, Glonass আর BeiDou। ফোনের ভিতরে থাকবে একটি 3300 mAh ব্যাটারি।

No comments:
Post a Comment