ফেসবুক এর ভিডিও থেকে টাকা ইনকাম করুন | Facebook Watch - Online Bangla

Breaking

Saturday, September 1, 2018

ফেসবুক এর ভিডিও থেকে টাকা ইনকাম করুন | Facebook Watch

বিশ্বব্যাপী ফেসবুক ওয়াচ ভিডিও সেবা চালু হল 

আজ থেকে ফেসবুক সারা বিশ্বে ফেসবুক ওয়াচ শুরু করল প্রাই ২২ টা দেশে শুরু হচ্ছে । এর আগে ৫ টা দেশে চালু হয়েছিল যার মধ্যে ইউকে, মার্কিন, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে । এখন যে দেশ গুলো তে চালু হচ্ছে
এর তালিকার মধ্যে বাংলাদেশ বা ইন্ডিয়া এখন ও নেই তবে আশা করা যাই খুব শিগগিরি ফেসবুক ওয়াচ আমরা ব্যাবহার করতে পারব ।

এই ফেসবুক ওয়াচ প্রোগ্রামের জন্য কিছু জিনিস আপনাকে মানতে হবে যেমন ঃ-

১. তিন মিনিটেরও বেশি সময় এর ভিডিও আপলোড করতে হবে।
২. গত ২ মাসে ৩০,০০০ হাজার ভিও হতে হবে (১টা ভিডিও কমপক্ষে ১ মিনিট দেখলে সেটা         ১টা ভিও হিসাবে গণ্য হবে ।)
৩. আপনার ফেসবুক পেজে ১০,০০০ এর বেশি ফলোয়ার হতে হবে ।
৪. আপনার দেশে ফেসবুক ওয়াচ প্রোগ্রাম টি চালু থাকতে হবে ।

এখানে ইউটিউব এর মত ফেসবুক ৪৫ % আয় নেবে আর আপনাদের দেবে ৫৫ % আয় ।

তাহলে আর দেরি কিসের এখুনি ফেসবুক এ পেজ বানিয়ে ফেলুন আর ভিডিও আপলোড করুন।
মনে রাখবেন ১টা ভালো ফেসবুক এর পেজ থাকলে ভবিষ্যতে অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে । আপনার পেজ এর ট্রাফিক কে যেকোনো জাইগাই ট্রান্সফার করতে পারবেন ।



আরও জানতে নিচের ভিডিও টা দেখুন ।

No comments:

Post a Comment

Pages