সম্পতি iOS এর জন্য নতুন হোয়াটসঅ্যাপ ভার্সান ২.১৮.৯০ লঞ্চ হয়েছে। একাধিক নতুন ফিচার সহ বাজারে এসেছে এই আপডেট। কিন্তু এই আপডেটেই পুরোনো iOS 7 ফোনে সাপোর্ট বন্ধ করে দিয়েছে কোম্পানি। এর ফলে iPhone 4 সহ iOS 7 অপারেটিং সিস্টেমের সব ডিভাইসে নতুন হোয়াটসঅ্যাপ আপডেট আসা বন্ধ হয়ে গেল।
iOS 7 এর পরে আর আপডেট পায়নি iPhone 4। তবে iPhone 5, iPhone 5S আর iPhone 4S গ্রাহকদের জন্যেও খারাপ খবর আছে। নতুন iOS আপডেট না পেলে এই তিন ফোনেও সাপোর্ট বন্ধ করে দেবে হোয়াটসঅ্যাপ। কোম্পানি জানিয়েছে ২০২০ সালের ১ ফেব্রুয়ারী পর্যন্ত এই iPhone 5, iPhone 5S আর iPhone 4S এ আপডেট পাঠানো হবে। iOS 7 ডিভাইসের ডেভেলপমেন্ট বন্ধ হয়ে যাওয়ার কারনেই যে কোন মুহুর্তে iPhone 4 এ হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ হয়ে যেতে পারে।
আপাতত iPhone 4 এ হোয়াটসঅ্যাপ বন্ধ হলেও iPhone 5, iPhone 5S আর iPhone 4S গ্রাহকদেরো চিন্তায় রেখেছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। ২০২০ সালের মধ্যে এই তিন ফোনে নতুন iOS আপডেট না পৌঁছালে এই তিন ফোনেও হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ হয়ে যাবে।
নতুন এই আপডেটে iOS গ্রাহকদের জন্য একাধিক ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। তবে এই ফিচারগুলি ইতিমধ্যেই অ্যানড্রয়েড ফোন উপস্থিত রয়েছে। এবার থেকে হোয়াটসঅ্যাপে আসা সন্দেহজনক লিঙ্ক সম্পর্কে গ্রাহককে সতর্ক করে দেবে এই মেসেজিং অ্যাপ।

No comments:
Post a Comment