ভারতে নতুন iPhone এর প্রি অর্ডার শুরু হল - Online Bangla

Breaking

Friday, September 21, 2018

ভারতে নতুন iPhone এর প্রি অর্ডার শুরু হল

28 সেপ্টেম্বর ভারতে বিক্রি শুরু হবে iPhone XS আর iPhone XS Max। তবে লঞ্চের দিন নতুন iPhone এর স্পর্শ পেতে এখনই প্রি বুক করতে হবে এই দুটি স্মার্টফোন। ইতিমধ্যেই iPhone XS আর iPhone XS Max ফোনের প্রি অর্ডার শুরু হয়ে গিয়েছে। এয়ারটেল ও জিও নেটওয়ার্কের মাধ্যমে ভারতে নতুন দুটি iPhone প্রি অর্ডার করা যাচ্ছে। জিও ও এয়ারটেল দুই কোম্পানিই নিজেদের ওয়েবসাইটে iPhone XS আর iPhone XS Max ফোনের প্রি অর্ডার নেওয়া শুরু করে দিয়েছে। তবে প্রি অর্ডারের সময় ফোনের সম্পূর্ণ দাম দিয়ে দিতে হবে। যদিও EMI এর মাধ্যমেও প্রি অর্ডার করা সম্ভব।

64 GB, 256 GB আর 512 GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে iPhone XS আর iPhone XS Max। iPhone XS এর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৯৯,৯৯০ টাকা। 256GB ও 512GB স্টোরেজে iPhone XS কিনতে খরচ হবে যথাক্রমে ১,১৪,৯০০ টাকা আর ১,৩৪,৯০০ টাকা।
64GB iPhone XS Max এর দাম শুরু হচ্ছে ১,০৯,৯০০ টাকা থেকে। 256GB ও 512GB iPhone XS Max কিনতে খরচ হবে ১,২৪,৯০০ টাকা আর ১,৪৪,৯০০ টাকা।
iPhone XS এ থাকবে 5.8 ইঞ্চি OLED ডিসপ্লে। iPhone XS Max এ থাকবে 6.5 ইঞ্চি OLED ডিসপ্লে। ফোনের ডিসপ্লের উপরেই থাকবে একটি কালো নচ।
iPhone XS ও iPhone XS Max ও iPhone XR এ থাকবে ডুয়াল সিম সাপোর্ট। এই প্রথম কোন iPhone এ ডুয়াল সিম সাপোর্ট থাকবে।
নতুন iPhone এর জন্য এই A12 বায়োনিক চিপ ডিজাইন করেছে Apple। কোম্পানির দাবি এটি এই মুহুর্তে বিশ্বের সবথেকে শক্তিশালী মোবাইল চিপ। নতুন A12 বায়োনিক চিপে রয়েছে 7Nm আর্কিটেকচার ডিজাইন। এছাড়াও থাকবে রিয়েল টাই মেশিন লার্নিং টেকনোলজি। একাধিক নতুন নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে এই ফিচার যোগ হয়েছে iPhone প্রসেসারে।
iPhone XS ও iPhone XS Max তে থাকবে ডুয়াল রিয়াল ক্যামেরা সিস্টেম। এই ক্যামেরায় থাকবে একটি 12MP প্রাইমারি সেন্সার। ফোনের সামনে থাকবে একটি ট্রু ডেপ্ত ফ্রন্ট ক্যামেরা। এর সাথেই থাকবে একাধিক ফেস আনলক সেন্সার। তিনটি নতুন iPhone এর ডিসপ্লের উপরেই থাকবে কালো নচ। এই নচের নীচে থাকবে ফ্রন্ট ক্যামেরা ও একাধিক সেন্সার।

No comments:

Post a Comment

Pages