মনের ভুলে পাঠানো বা অপ্রয়োজনীয় বার্তাগুলো দীর্ঘ সময় পর মুছে ফেলার সুযোগ দিতে নিজেদের ‘ডিলিট ফর এভরিওয়ান’ ফিচারের পরিধি বাড়াচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধা চালু হলে ১৩ ঘণ্টা আট মিনিট পর্যন্ত ফেরত আনা যাবে বার্তা। তবে সব বার্তা নয়, যেসব বার্তা প্রাপক পড়েনি, শুধু সেগুলোই মুছে ফেলার সুযোগ মিলবে। বর্তমানে পাঠানো বার্তা বন্ধুরা পড়ে ফেললেও সর্বোচ্চ এক ঘণ্টা আট মিনিটের মধ্যে মুছে ফেলা যায় হোয়াটসঅ্যাপে। গত বছর ফিচারটি চালুর সময় পাঠানো বার্তা ফেরত আনার সময় ছিল মাত্র সাত মিনিট। নতুন এই সুবিধা পেলে ব্যবহারকারীরা আরো বেশি সময় পরে বার্তা মুছে ফেলার সুযোগ পাবে।
রাত জেগে চ্যাটের নতুন আনন্দ, হোয়াটসঅ্যাপে আসছে নয়া ফিচার
ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তাও ক্রমে আকাশছোঁয়া হয়ে উঠেছে। টেক স্যাভি জনতার নয়নের মণি হয়ে উঠেছে এই অ্যাপও। তবু নিয়ম করেই নানা নতুন ফিচার আনতে আগ্রহী হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। খুব শিগগিরি নতুন দু’টি ফিচার নিয়ে আসার কথা ভাবা হচ্ছে। সেই দু’টি ফিচার হল- ডার্ক মোড ও সোয়াইপ টু রিপ্লাই।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, চ্যাটিং পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্যেই এই দুই নয়া ফিচার নিয়ে আসতে চায় হোয়াটসঅ্যাপ। আসুন দেখে নেওয়া যাক, নতুন ফিচারগুলিতে কী রয়েছে।
ডার্ক মোড— সারা দিনের ব্যস্ততায় কতটুকুই বা সময় থাকে যত্ন করে হোয়াটসঅ্যাপে আড্ডা দেওয়ার। তাই অনেকেই দিনের শেষে বিছানায় শুয়ে ফ্যামিলি গ্রুপ বা পুরনো বন্ধুদের গ্রুপে আড্ডা দেন। কিন্তু রাতের অন্ধকারে চোখে চাপ পড়ার সম্ভাবনা থাকে। সেকথা মাথায় রেখেই এই ফিচারের কথা ভাবা হয়েছে। যাতে কম আলোতেও অনায়াসে হোয়াটসঅ্যাপ করতে পারেন গ্রাহকরা। 
সোয়াইপ টু রিপ্লাই— আপনার কনট্যাক্ট লিস্টে থাকা যে কোনও নম্বরের উপরে ডান দিকে ‘সোয়াইপ’ করলেই তাঁকে উত্তর দিতে পারবেন। খুলে যাবে হোয়াটসঅ্যাপের ‘রিপ্লাই উইন্ডো’। অর্থাৎ আলাদা করে হোয়াটসঅ্যাপে ঢুকে সেই মেসেজের উত্তর দেওয়ার প্রয়োজন পড়বে না। বাঁচবে সময়। দ্রুত আপনার উত্তর পৌঁছে দিতে পারবেন, ব্যস্ততার মাঝেও। 
আপাতত এই দুই নয়া ফিচার আসার কথা জানা গেলেও কবে আসবে ফিচারগুলি সেটা এখনও জানা যায়নি। 
আরও জানতে নিচের ভিডিও টা দেখুন । 

No comments:
Post a Comment