অনলাইনে ইউটিউব ভিডিও MP3 কনভার্ট করবেন কীভাবে? - Online Bangla

Breaking

Thursday, October 25, 2018

অনলাইনে ইউটিউব ভিডিও MP3 কনভার্ট করবেন কীভাবে?

অনলাইনে সব ধরনের ভিডিও দেখা যায় ইউটিউবে। অনেকেই ইউটিউব থেকেই গান শুনতে ভালোবাসেন। কিন্তু অনেক ডাটা নষ্ট হয় বলে অনেক সময় ইউটিউব চালিয়ে ওঠা হয় না। অথবা অনেক স্লো ইন্টারনেট কানেকশান থাকার জন্য থেমে থেমে গান চলতে থাকে।
অনলাইনে ইউটিউব ভিডিও MP3 কনভার্ট করবেন কীভাবে?
অনলাইনে অনেক ওয়েবসাইট থেকে যে কোন ইউটিউব ভিডিও থেকে ভিডিও বাদ দিয়ে শুধুমাত্র অডিও ডাউনলোড করে নেওয়া যায়। এর ফলে রাস্তাঘাটে গান শোনা আরও সহজ হয়ে যায়। তবে এই প্রতিবেদনে বন্যবহার করা উপায়ের মাধ্যমে শুধুমাত্র কপিরাইট ছাড়া গান ডাউনলোড করা যাবে। এই উপায়ে কেউ কপিরাইট গান ডাউনলোড করলে তার দায় OnlineBangla নেবে না।
Convert2MP3
Convert2MP3 একটি জার্মান ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে অনলাইনে যে কোন ভিডিও থেকে MP3 কনভার্ট করা সম্ভব। Convert2MP3 ওয়েবসাইট থেকে যে কোন Convert2MP3 ভিডিও MP3, MP4, FLAC সহ একাধিক অডিও ফর্ম্যাটে কনভার্ট করা সম্ভব। Convert2MP3 ওয়েবসাইটে যে ভিডিও কনভার্ট করতে চান সেই লিবঙ্ক পেস্ট করে MP3 ফর্ম্যাট সিলেক্ট করে কনভার্টে ক্লিক করলেই MP3 ফাইল ডাউনলোড শুরু হয়ে যাবে।
YouTubeMP3.is
YouTubeMP3.is ওয়েবসাইট থেকেও যে কোন YouTube ভিডিও MP3 তে কনভার্ট করে নেওয়া যাবে। YouTubeMP3.is ওয়েবসাইটে ভিডিও লিঙ্ক পেস্ট করে কনভার্টে ক্লিক করলেই কম্পিউটারে MP3 ডাউনলোড শুরু হয়ে যাবে।
Free YouTube to MP3 Converter
Free YouTube to MP3 Converter একটি সাধারন টুলকিট। এই টুলকিট ব্যবহার করে যে ইউটিউব ভিডিও MP3, MP4, M4A(AAC), OGG সহ সব জনপ্রিয় ফর্ম্যাটে কনভার্ট করা সম্ভব। বিনামূল্যের এই টুলকিটে একাধিক নিরন্তর বিজ্ঞাপন দেখাতে থাকএ। তাই বিজ্ঞাপন যদি আপনাকে বিরক্ত করে তবে এই সার্ভিস ব্যবহার না করাই ভালো।

No comments:

Post a Comment

Pages