হোয়াটসঅ্যাপে স্টিকার ব্যবহার করবেন কীভাবে? - Online Bangla

Breaking

Friday, November 9, 2018

হোয়াটসঅ্যাপে স্টিকার ব্যবহার করবেন কীভাবে?

বহুদিন ধরেই চলছিন প্রতীক্ষা। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হল। বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ তাদের ব্যবহারকারীদের চ্যাটের অভিজ্ঞতাকে আরও আকর্ষনীয় করার জন্য সদাই ব্যস্ত। নিয়মিত নতুন নতুন ফিচার এনে পিছনে ফেলে দিচ্ছে অন্যান্য মেসেজিং অ্যাপকে। সম্প্রতি জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে স্টিকার ব্যবহার করা যাবে বলে জানিয়েছিল ফেসবুক।
হোয়াটসঅ্যাপে স্টিকার ব্যবহার করবেন কীভাবে?
অ্যানড্রয়েড ও iOS ডিভাইসে ইতিমধ্যেই এই ফিচার পৌঁছে গিয়েছে। নতুন আপডেটে 'Cuppy' নামে একটি স্টিকার প্যাক সহ নতুন স্টিকার ফিচার যোগ হয়েছে হোয়াটসঅ্যাপে। যদিও অ্যাপের মধ্যেই যোগ হয়েছে নতুন স্টিকার স্টোর। এই স্টোর থেকে আলাদা স্টিকার প্যাক ডাউনলোড করে নেওয়া সম্ভব। স্টিকার ডাউনলোড করার পর তা স্টিকার স্টর থেকে ম্যানেজ বা ডিলিট করা যাবে।
যা যা প্রয়োজন
হোয়াটসঅ্যাপ ভার্সান ২.১৮ বা তার বেশি ইনস্টল থাকতে হবে।
অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশান।
হোয়াটসঅ্যাপে স্টিকার ব্যবহার করবেন কীভাবে?
স্টেপ ১। স্মার্টফোন বা ওয়েব থেকে হোয়াটসঅ্যাপওপেন করুন। 

স্টেপ ২।
 যাঁকে স্টিকার পাঠাতে চান সেই কন্টাক্ট সিলেক্ট করুন।
স্টেপ ৩। টেক্সট বক্সের বাঁ এবার স্মাইলি আইকনে ক্লিক করুন। 

স্টেপ ৪। 
এখানে নীচে স্মাইলি ও GIF এর পাশে দান দিকে নতুন স্টিকার অপশান চলে আসবে।
স্টেপ ৫। সেখানে সিলেক্ট করে যে স্টিকার পাঠাতে চান তা সিলেক্ট করে পাঠিয়ে দিন।
স্টিকার ডাউনলোড ও ম্যানেজ করবে কীভাবে?
স্টেপ ১। যে কোন একটি কন্ট্যাক্ট ওপেন করুন।
স্টেপ ২। এবার স্টিকার সেগমেন্ট সিলেক্ট করে ডান দিকে উপরে '+’ আইকন সিলেক্ট করুন।
স্টেপ ৩। এখানে পর পর সব স্টিকার প্যাক দেখতে পাবেন। যে স্টিকার প্যাক ডাউনলোড করতে চান সেটি সিলেক্ট করুন।
স্টেপ ৪। ডান দিকে ডাউনলোড অপশানে ক্লিক করুন। 

স্টেপ ৫।
 কোন স্টিকার প্যাক শিলিট করতে হলে স্টিকার প্যাকের উপরে ট্যাপ করে হোল্ড করে ডিলিট করে দিন।
আপাতত হোয়াটসঅ্যাপ স্টিকার স্টোরে ১৩টি স্টিকার প্যাক রয়েছে। এর মধ্যে একটি প্যাক শুরুতেই ইনস্টল থাকবে আর ১২ টি পরে ইনস্টল করা যাবে। অ্যানড্রয়েড গ্রাহকরা প্লে স্টোর থেকে অতিরিক্ত স্টিকার ডাউনলোড করতে পারবেন। এর জন্য নীচে 'Get More Stickers’ সিলেক্ট করতে হবে।

No comments:

Post a Comment

Pages