জিও কে ঘায়েল করতে ১০০ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে এয়ারটেল - Online Bangla

Breaking

Saturday, November 3, 2018

জিও কে ঘায়েল করতে ১০০ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে এয়ারটেল

জিওর সামনে কড়া প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে এয়ারটেল। রোজ জিওর নিত্য নতুন অফারের ফলে কয়েক লক্ষ গ্রাহক প্রতি মাসে এয়ারটেল ছেড়ে জিও নেটওয়ার্কে যোগ দিচ্ছে। জিওর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে কম চেষ্টা করছে না এয়ারটেল। নিয়মিত নতুন প্ল্যান নিয়ে এসে গ্রাহকের মন জয়ের আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে গুরুগ্রামের কোম্পানিটি। সম্প্রতি ১০০ টাকা থেকে ৯,৯৯৯ টাকা পর্যন্ত সব রিচার্জে ১০০ শতাংশ ক্যাশব্যাক দেওয়ার কথা ঘোষণা করেছিল জিও।
জিও কে ঘায়েল করতে ১০০ শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে এয়ারটেল
সেই অফারের উত্তরে ১৯৯ টাকা ও ৪৪৮ টাকা রিচার্জে ১০০ শতাংশ ক্যাশব্যাক দেওয়ার কথা ঘোষণা করল এয়ারটেল। এছাড়াও কোম্পানির ৩৯৯ টাকার রিচার্জে ইতিমধ্যেই ১০০ শতাংশ ক্যাশব্যাকের কথা ঘোষণা করেছিল এয়ারটেল।

আগেই কোম্পানির ৩৯৯ টাকার প্ল্যানে ১০০ শতাংশ ক্যাশব্যাক দেওয়ার কথা ঘোষণা করেছিল এয়ারটেল। এবার নতুন এই অফারে এয়ারটেলে ১৯৯ টাকা, ৩৯৯ টাকা আর ৪৪৮ টাকা প্রিপেড রিচার্জে ১০০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।
১৯৯ টাকা রিচার্জে গ্রাহককে চারটি ৫০ টাকার ভাউচার দেওয়া হবে। ৩৯৯ টাকা আর ৪৪৮ টাকা রিচার্জে পাওয়া যাবে যথাক্রমে আট ও নয়টি ৫০ টাকার ভাউচার। এর সাথেই প্রথমবার ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে পেমেন্ট করলে একটি অতিরিক্ত 50 টাকার ভাউচার পাওয়া যাবে।
পরে রিচার্জের সময় এই ভাউচার ব্যবহার করে রিচার্জের দাম কমানো যাবে। জিও নেটওয়ার্কেও একই ভাবে ক্যাশব্যাক অফার কাজ করে।
১৯৯ টাকা, ৩৯৯ টাকা আর ৪৪৮ টাকা রিচার্জে যথাক্রমে ২৮ দিন, ৭০ দিন ও ৮৪ দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এই তিনটি প্ল্যানের সাথেই থাকবে আনলিমিটেড লোকাল ন্যাশানাল ও রোমিং কল, দিনে ১০০ টি লোকাল ও ন্যাশানাল SMS আর দিনে 1.4GB ডাটা ব্যবহারের সুযোগ।

No comments:

Post a Comment

Pages