এই গুগল অ্যাপ ইনস্টল করে জিতে নিন ৯,০০০ টাকা - Online Bangla

Breaking

Monday, November 12, 2018

এই গুগল অ্যাপ ইনস্টল করে জিতে নিন ৯,০০০ টাকা

সম্প্রতি ভারতে অ্যাপ ইনস্টল করলে ক্যাশ রিওয়ার্ড দেওয়া শুরু করেছে গুগল। ভারত থেকে Google Duo অ্যাপ ইনস্টল করে বন্ধুদের সেই অ্যাপ ব্যবহারে আমন্ত্রণ পাঠালে ৯,০০০ টাকার পুরস্কার দেবে গুগল। শুরুতে ফিলিপিন্সে এই প্রোগ্রাম শুরু হলেও এখন ভারতে Google Duo অ্যাপ ইনস্টল করলে ক্যাশ রিওয়ার্ড পাওয়তা যাবে। তবে এর জন্য রয়েছে কিছু শর্ত। আসুন দেখে নেওয়া যাক।
এই গুগল অ্যাপ ইনস্টল করে জিতে নিন ৯,০০০ টাকা
কীভাবে পাবেন ৯,০০০ টাকা
স্টেপ ১। স্মার্টফোনে Google Duo অ্যাপ ইন্সটল করুন।
স্টেপ ২। প্রথম কল করুন।
স্টেপ ৩। আপনার অ্যাকাউন্টে ক্যাশ রিওয়ার্ড পাঠিয়ে দেবে গুগল।
স্টেপ ৪। ক্যাশ রিওয়ার্ডের সাথে গুগল ডাটা রিওয়ার্ড দেবে।
স্টেপ ৫। বন্ধুদের এই অ্যাপ ব্যবহারে আমন্ত্রণ জানাতে পারেন। বন্ধু প্রথম কল করলে আপনি ক্যাশ রিওয়ার্ড পেয়ে যাবেন। কিছু রিপোর্টে জানানো হয়েছে, আপনি ও আপনার বন্ধু দুজনেই ১,০০০ টাকা স্ক্র্যাচ কার্ড পাবেন।
শর্তাবলী
১। শুধুমাত্র অ্যান্ড্রয়েড গ্রাহকরা এই সুবিধা পাবেন। iOS গ্রাহকরা অ্যানড্রয়েড গ্রাহকদের আমন্ত্রণ পাঠালে শুধুমাত্র অ্যানড্রয়েড গ্রাহকরা ১০০০ টাকা পাবেন।
২। আগে একই নম্বর Google Duo তে রেজিস্টার থেকলে সেই নম্বরে এই অফার প্রযোজ্য হবে না। বন্ধুকেও প্রথম বার এই অ্যাপ ব্যবহার করতে হবে।
৩। একই ফোনে গুগলের পেমেন্ট অ্যাপ গুগল পে ইন্সটল থাকতে হবে। এই নম্বরে ক্যাশব্যাক পৌঁছাবে।
৪। তামিল নাড়ুর গ্রাহকরা এই অফারে গ্রায্য হবেন না।
৫। এক বছরে একজন গ্রাহক ৩০ জনকে আমন্ত্রণ জানিয়ে টাকা পাবেন।
৬। এই সব শর্ত পূরণ করে ৯০০০ টাকা পর্যন্ত জিতে নেওয়া যাবে।
প্রসঙ্গত স্কাইপ ও ফেসটাইমের সাথে প্রতিযোগিতায় ২০১৬ সালে ভিডিও কলিং অ্যাপ ডুও লঞ্চ করেছিল গুগল।

No comments:

Post a Comment

Pages