TikTok এর নির্মাতা ByteDance বিশ্বের সবচেয়ে বেশি মূল্যমানের স্টার্টাপ কোম্পানি।
৭৫ বিলিয়ন ডলার বা ৬ লাখ কোটি টাকার এই কোম্পানির প্রতিষ্ঠাতা ৩৫ বছরের Zhang Yiming. ByteDance একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর এন্টার্টেইনমেন্ট অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান। ভেলুয়েশনের দিক থেকে তারা Uber এর চেয়ে এগিয়ে। জাপানি কোম্পানি তাদের ইনভেস্ট করছে ১.৫ বিলিয়ন ডলার বা ১২০০০ কোটি টাকা।
TikTok সহ তাদের আরও ৮টি এপ আছে তাদের। সব মিলিয়ে গত বছর ByteDance এর আয় ছিল ২.৫ বিলিয়ন বা ২১০০০ কোটি টাকা। যার মধ্যে সিংহভাগই TikTok থেকে এসছে।
TikTok ডাউনলোডের দিক থেকে ১ নাম্বারে আছে।
৭০০০ কর্মকর্তা নিয়ে গঠিত এই কোম্পানিকে আমরা "কোম্পানি" ই হয়ত ভাবিনা, ভাবি আল্লাহ এটা তো সামান্য অ্যাপ।
আমরা TikTok এ নিজেদের "প্রতিভা" দেখাতেই ব্যস্ত, আর চায়নারা লক্ষ কোটি টাকার কোম্পানি দাড় করিয়ে ফেলছে আপনার "প্রতিভা" কে কেন্দ্র করে।
প্রতিভা আসলে কি? টেকনোলজি প্রোগ্রেশনের যুগে প্রতিভা আসলে কি সেটা জানার আর বোঝার সময় আমাদের হয়েছে।
তথ্য টি Shanjidul Alam Seban Shaan এর ফেসবুক পোস্ট থেকে নেওয়া ।
তথ্য টি Shanjidul Alam Seban Shaan এর ফেসবুক পোস্ট থেকে নেওয়া ।

No comments:
Post a Comment