ঘড়ির মধ্যে লুকিয়ে রাখুন ছবি ভিডিও | Best lock to hide photo videos - Online Bangla

Breaking

Saturday, August 25, 2018

ঘড়ির মধ্যে লুকিয়ে রাখুন ছবি ভিডিও | Best lock to hide photo videos

অসাধারন একটি ঘড়ি অ্যাপ এই অ্যাপ এর মধ্যে আপনি আপনার প্রাইভেট ছবি , ভিডিও , ও ফাইল লুকিয়ে রাখতে পারবেন কেও জানতে পারবে না । দেখতে ঘড়ির মত তবে এরই মধ্যে লুকিয়ে আছে প্রাইভেট ছবি , ভিডিও , ও ফাইল ।

১. সবচেয়ে প্রথমে অ্যাপ টি ডাউনলড করে নিন লিঙ্ক এ ক্লিক করে।
Download Link :- https://play.google.com/store/apps/details?id=ws.clockthevault&hl=en_IN

২. তারপর ওপেন করুন 
৩. এবার লক সেট করুন , তার জন্য আপনাকে ঘড়ির মাঝখানে ক্লিক করতে হবে , ক্লিক করলে ঘড়ির কাঁটা গুলো ১২ টার দিকে চলে যাবে , এরপর কাঁটা তে ক্লিক করে  আপনার মনের মত টাইম সেট করে দিন যেমন ০৮ ঃ ১০  এটা করার পর ঘড়ির মাঝখানে ক্লিক করুন আর একবার একই টাইম সেট করুন কনফ্রম করার জন্য এবার ও ঘড়ির মাঝখানে ক্লিক করুন , 
৪. এবার একটা ফোল্ডার খুলে যাবে যেখানে আপনার সমস্ত রকমের ফোট ভিডিও রাখতে পারবেন । এরপর অ্যাপ টি বন্ধ করেদিন ।
৫. ফটো ও ভিডিও গুলো আবার দেখার জন্য আবার ঘড়ি অ্যাপ টি ওপেন করুন, তার পর মাঝখানে ক্লিক করে টাইম টা সেট করুন (যে টাইম টা আপনি সেট করে ছিলেন লক করার জন্য সেই টাইম টা ) এবার মাঝখানে ক্লিক করুন । তারপর এ আপনার লক খুলে যাবে এবং আপনি আপনার লুকানো ফোট ভিডিও দেখতে পাবেন । 


আরও জানতে নিচের ভিডিও টা দেখুন ।

No comments:

Post a Comment

Pages