জিও ও এয়ারটেলকে ঘায়েল করতে নতুন প্ল্যান নিয়ে এলো ভোডাফোন - Online Bangla

Breaking

Saturday, August 25, 2018

জিও ও এয়ারটেলকে ঘায়েল করতে নতুন প্ল্যান নিয়ে এলো ভোডাফোন

নতুন ১৫৯ টাকার প্রিপেড প্ল্যান বাজারে নিয়ে এলো ভোডাফোন। জিও ও এয়ারটেলের ১৪৯ টাকার প্ল্যানের সাথে প্রতিযোগিতায় নতুন এই প্ল্যান লঞ্চ করল জনপ্রিয় টেলিকম কোম্পানিটি। টেকিকমটকে এক রিপোর্টে জানানো হয়েছে সারা ভারতেব সব সার্কেলের সব ভোডাফোন প্রিপেড গ্রাহক এই ১৫৯ টাকার প্ল্যানটি ব্যবহার করতে পারবেন।


১৫৯ টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1GB ডাটা ব্যবহার করতে পারবেন। এর সাথেই গ্রাহকরা আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০ টি SMS এর সুবিধা পাবেন। নতুন ১৫৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। অর্থাৎ এই প্ল্যানে গ্রাহকরা মোট 28GB ডাটা ব্যবহার করতে পারবেন। তবে ভোডাফোনের অন্যান্য প্ল্যানের মতোই এই প্ল্যানেও নামে আনলিমিটেড কল হলেও দিনে ২৫০ মিনিট ও সপ্তাহে ১০০০ মিনিট বিনামূল্যে কথা বলা যাবে। এর সাথেই মোট ১০০ টি আলাদা নম্বরে বিনামূল্যে ফোন করা যাবে। কোন কোন সার্কেলে ১০০ টি SMS এর পরিবর্তে ২৮ দিনে মোট ১০০ টি SMS ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।
এয়ারটেলের ১৪৯ টাকা ও জিওর ১৪৯টাকার প্ল্যানের সাথে প্রতিযোগিতায় নতুন ১৫৯ টাকার প্ল্যান লঞ্চ করেছে ভোডাফোন। আসুন এয়ারটেল ও জিওর প্ল্যান্দুটিতে চোখ বুলিয়ে নেওয়া যাক। জিওর ১৪৯ টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1.5GB ডাটা ব্যবহার করতে পারেন। এই প্ল্যানের ভ্যালিডিটিও ২৮ দিন। অর্থাৎ গ্রাহকরা ১৪৯ টাকায় মোট 42GB ডাটা ব্যবহার করতে পারবেন। এর সাথেই পাবেন আনলিমিটেড কল, দিনে ১০০ টি করে SMS আর জিওর সব অ্যাপ ব্যবহারের সুযোগ।
এয়ারটেলের ১৪৯ টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1GB ডাটা ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানের সাথেও গ্রাহকরা আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০টি SMS করার সুযোগ পাবেন। এয়ারটেলের ১৪৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটিও ২৮ দিন।

No comments:

Post a Comment

Pages