যাকে খুশি কল করুন আপনার নাম্বার দেখতে পাবে না | how to hide caller id - Online Bangla

Breaking

Monday, August 27, 2018

যাকে খুশি কল করুন আপনার নাম্বার দেখতে পাবে না | how to hide caller id


অ্যাপ্লিকেশন টি ডাউনলড করার আগে জেনে নিন কিভাবে আকাউন্ট সেটআপ করতে হবে ।

১. প্রথমে অ্যাপ্লিকেশন টি ডাউনলড করবেন নিচের লিঙ্কে ক্লিক করে । তার পর ওপেন করার পর আপনাকে আকাউন্ট বানাতে হবে তার জন্য আপনাকে রেজিস্টার এ ক্লিক করতে হবে
তারপর আপনার দেশের Currency সিলেক্টে করুন এবার নেক্সট এ ক্লিক করুন
এবার আপনার মোবাইল নাম্বার টা দিন তার পর নেক্সট স্টেপ এ ক্লিক করুন ,  ও টি পি কোড যাবে আপনার ফোনে কোড টা দিয়ে নাম্বার ভেরিফাই করে নিন । 


২. এরপর যদি আপনার কাছে প্রম কোড থাকে তাহলে দিন, না থাকলে নেক্সট এ ক্লিক করুন ।


৩. এবার আপনার সামনে কী-প্যাড ওপেন হয়ে যাবে , আর উপরে আপনার ফ্রি মিনিট দেখাবে ।মনে রাখবেন প্রথমে ২ মিনিট ফ্রি পাবেন তার পর কল করতে গেলে আপনাকে ক্রেডিট কিনতে হবে ।


৪. এবার হচ্ছে সব থেকে গুরুত্ব পূর্ণ কাজ কলার আইডি লুকাবেন কি ভাবে ? তার জন্য আপনি ডানদিকে নিচে মেনু তে ক্লিক করুন তারপর ইয়উর আকাউন্ট এ যান এবং Anonymous এ ক্লিক করুন ।


৫. সব কিছু সেট হয়ে গেছে এবার ব্যাক করে কী প্যাড এ এসে কল করুন ।

ডাউনলড লিঙ্ক ঃ- Talk 360



আরও জানতে নিচের ভিডিও টা দেখুন ।

No comments:

Post a Comment

Pages