বহুদিন ধরেই তরুন প্রজন্মের মন জয় করে এসেছে Fortnite। যদিও PUBG তে ক্রাফিটিং আপাশানের মাধ্যমে একাধিক স্ট্রাকচার বানানো সম্ভব।
এই মুহুর্তে PS4, Xbox One আর PC তে Fortnite গেম খেলা যায়। ৯ থেকে ১৫ MB সাইজ হওয়ার কারণে সহজেই ডাউনলোড করা সম্ভব এই গেম। আপনার ব্রডব্যান্ডে সীমিত ডাটা থাকলে এই গেম আপনার ব্রডব্যান্ড ব্যবহারে কোন তফাৎ আনবে না।
এর সাথেই Steam থেকে PC ও Mac থেকে Fortniteখেলা সম্ভব। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিনামূল্যে এই গেমের কপি পেতে পারেন গ্রাহকরা।
বিনামূল্যে ডাউনলোড করা গেলেও এই গেম খেলতে আপনার কম্পিউটারে নুন্যতম কয়েকটি হার্ডওয়্যার প্রয়োজন। আসুন দেখে নি Fortnite খেলার জন্য নুন্যতম কম্পিউটার কনফিগারেশান,
Nvidia GTX 660 or AMD Radeon HD 7870 equivalent DX11 GPU
- 2 GB VRAM
 - Core i5 2.8 Ghz
 - 8 GB RAM
 - Windows 7/8/10 64-bit
 - Intel HD 4000
 - Core i3 2.4 Ghz
 - 4 GB RAM
 - Windows 7/8/10 64-bit + Mac OSX Sierra
 
একাধিক ভার্সানে Fortniteগেম পাওয়া যায়। Battle Royale ভার্সানটি বিনামূল্যে খেলা সম্ভব। তবে গেম খেলার সময় টাকার প্রয়োজন হতে পারে। তবে এখনো আর্লি অ্যাকসেস মোডে রয়েছে Fortnite। 2018 সালেই নতুন বিনামূল্যে খেলার Fortnite গেম লঞ্চ হবে।
যদিও আলাদা গেমিং প্ল্যাটফর্ম থেকে একসাথে Fortniteখেলা সম্ভব নয়। আপাতত শুধুমাত্র PC আর PS4 থেকে ক্রস প্লে প্রগ্রেশান শুরু করেছে Fortnite। এর ফলে বন্ধুর কাছে যদি PS4 থাকে তবে আপনি নিজের PC তে বসে সেই বন্ধুর খেলার প্রগ্রেস দেখে নিতে পারবেন।

No comments:
Post a Comment