অফারের বৃষ্টি এয়ারটেলে: যোগ হল ছয়টি নতুন আকর্ষনীয় প্ল্যান - Online Bangla

Breaking

Friday, September 28, 2018

অফারের বৃষ্টি এয়ারটেলে: যোগ হল ছয়টি নতুন আকর্ষনীয় প্ল্যান

জিওর চাপে জেরবার সবাই। সেই কারনেই এক হয়ে গিয়েছে ভোডাফোন ও এয়ারটেল। তবে হাল ছাড়তে রাজি নয় এয়ারটেল। প্রায় রোজই নিত্যনতুন অফার নিয়ে হাজির হচ্ছে এয়ারটেল। এবার কম দামে ছয়টি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল এয়ারটেল। মাত্র ২৫ টাকা থেকে ২৪৫ টাকা পর্যন্ত এই প্ল্যানগুলি পাওয়া যাবে। ২৮ দিন থেকে ৮৪ দিন ভ্যালিডিটির এই প্ল্যানগুলি লঞ্চ হয়েছে। এক নজরে চোখ রাখা যাক এয়ারটেলের নতুন ছয়টি প্ল্যানে।

২৫ টাকার প্ল্যানে ২৮.৬৯ টাকার টকটাইম পাওয়া যাবে। সাথে থাকবে 10MB ডাটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
৩৫ টাকার প্ল্যানের ভ্যালিডিটিও ২৮ দিন। এই প্ল্যানে পাওয়া যাবে ২৬.৬৬ টাকা টকটাইম। মিনিটে ৬০ পয়সা দরে কল করা যাবে। সাথে থাকবে 100 MB ডাটা।
৬৫ টাকার প্ল্যানে ভ্যালিডিটিও ২৮ দিন। এই প্ল্যানে ফুল ৬৫ টাকা টকটাইম পাওয়া যাবে। এই প্ল্যানেও ৬০ পয়সা প্রতি মিনিট দরে কল করা যাবে। সাথে থাকবে 200 MB ডাটা।
৯৫ টাকার প্ল্যানে পাওয়া যাবে ৯৫ টাকা টকটাইম। সাথে থাকবে 500 MB ডাটা। এই প্ল্যানে ৩০ পয়সা প্রতি মিনিট দরে কল করা যাবে। প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
১৪৫ টাকার প্ল্যানে ৪২ দিন ভ্যালিডিন পাওয়া যাবে। সাথে থাকবে 1GB ডাটা আর ১৪৫ টাকা টকটাইম। এই প্ল্যানের কল রেট মিনিটে ৩০ পয়সা।
২৪৫ টাকাত্র প্ল্যানে থাকছে ২৪৫ টাকা টকটাইম। সাথে 2GB ডাটা। এই প্ল্যানে প্রতি মিনিট ৩০ পয়সা দরে কল করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন।

তবে আপাতত শুধুমাত্র তামিলনাড়ু, উত্তরপ্রদেশ পশ্চিম ও পাঞ্জার সার্কেলের এয়ারটেল গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।

No comments:

Post a Comment

Pages