৩২ ইঞ্চি, ৪৯ ইঞ্চি ও ৫৫ ইঞ্চি মডেলে পাওয়া যাবে Mi TV 4C Pro, Mi TV 4A Pro ও Mi TV 4 Pro। সব কটি টিভিতেই রয়েছে Android অপারেটিং সিটেম। এর ফলেই এই তিনটি টিভিতে প্লে স্টোর থেকে যে কোন অ্যাপ ডাউনলোড করা যাবে। ভারতে ৩২ ইঞ্চি Mi TV 4C Pro এর দাম ১৪,৯৯৯ টাকা। ৪৯ ইঞ্চি Mi TV 4A Pro এর দাম ২৯,৯৯৯ টাকা।
আগামী ৯ অক্টোবর থেকে ফ্লিপকার্ট ও কোম্পানির নিজস্ব ওয়েবসাইট থেকে পাওয়া যাবে এই দুটি টিভি। অন্যদিকে প্রিমিয়াম ৫৫ ইঞ্চি Mi TV 4 Pro এর দাম ৪৯,৯৯৯ টাকা। আগামী ১০ অক্টোবর একই ওয়েবসাইটে বিক্রি শুরু হবে Mi TV 4 Pro।
৩২ ইঞ্চি Mi TV 4C Proতে রয়েছে একটি HD প্যানেল। ৪৯ ইঞ্চি Mi TV 4A Pro তে রয়েছে একটি FHD ডিসপ্লে আর ৫৫ ইঞ্চি Mi TV 4 Pro তে রয়েছে একটি 4K প্যানেল। এই সব কটি টিভিতেই রয়েছে তিনটি HDMI পোর্ট, দুটি USB পোর্ট আর এক জোড়া ২০ ওয়াট স্পিকার।

No comments:
Post a Comment