ফাইভ জি এলে কী কী সুবিধা হবে জানেন? - Online Bangla

Breaking

Saturday, September 29, 2018

ফাইভ জি এলে কী কী সুবিধা হবে জানেন?

নেট দুনিয়া জেট গতিতে ছুটছে। টুজি, থ্রিজি পর ফোর জি এসেছে। এ বার ফাইভ জি আনার পরিকল্পনাও শুরু হয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা হলছেন, ফাইভ জি এলে নেট দুনিয়ায় বিপ্লব ঘটে যাবে। ফাইভ জি এলে কী হতে পারে এক বার দেখে নিন।

২০১৯-এ আসতে পারে ফাইভ জি স্মার্টফোন।

ফোর জি-র থেকে একশো গুণ স্পিড বেশি হবে ফাইভ জি-র। এই কানেক্টিভিটির দৌলতে ‘বাফারিং’ শব্দটাই হয়তো মুছে যাবে! চোখের পলকে এইচডি মুভি ডাউনলোড করা যাবে।

দূষণহীন নেটওয়ার্ক হবে ফাইভ জি। ফোর জি-র তুলনায় এই নেটওয়ার্ক কম পাওয়ার কনজিউম করে। ফলে ফোনের ব্যাটারির আয়ু বাড়বে।

চিকিত্সা ক্ষেত্রেও আমূল পরিবর্তন আসবে। ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে যে কোনও জায়গায় যে কোনও সময় চিকিত্সা পরিষেবা পৌঁছে দেওয়া যাবে।

দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে অস্ত্রোপচারের মতো বিষয়। ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার করে নিমেষেই ড্রোনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে চিকিত্সা পরিষেবা পৌঁছে দেওয়া যাবে।

শহরে দূষণের হালহকিকত স্মার্টফোনে এক ক্লিকেই পাওয়া সম্ভব হবে।

দুর্গম জায়গা, প্রত্যন্ত অঞ্চল এমনকি খনির নীচেও কর্মীরা নির্ঝঞ্ঝাটে গোটা দুনিয়ার সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন এই ফাইভ জি নেটওয়ার্ক এলে।

ফাইভ জি নেটওয়ার্কের মাধ্যমে রিমোট পরিচালিত যানবাহন ও মেশিনকেও নির্ঝঞ্ঝাটে চালানো সম্ভব হবে। যেটা টুজি, থ্রিজি ও ফোর জি-তে যেটা অকল্পনীয়, ফাইভ জি-তে অনায়াসে তা সম্ভব।

No comments:

Post a Comment

Pages