২৭ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে Mi Band 3। ইতিমধ্যেই অ্যামাজন লিস্টিং এ দেখা গিয়েছে Mi Band 3। যদিও এই লিস্টিং এ কোথাও Mi Band 3 এর নাম উল্লেখ করা হয়নি। আগের থেকে অনেক সুক্ষ্মভাবে আপনার ফিটনেস ডাটা ট্রাক করতে পারবে Mi Band 3।
Mi Band 3 তে রয়েছে আগের থেকে বড় ডিসপ্লে। এই ফিটনেস ব্যান্ডে রয়েছে একটি ব্যান্ডে রয়েছে একটি ০.৭৮ ইঞ্চি OLED ডিসপ্লে। এবারগোটাডিসপ্লের উপরেই টাচকাজ করবে। যদিও Mi Band 3 লিস্টিং এ এই ডিভাইসের দাম জানায়নি অ্যামাজন।
সাধারনত অবিশ্বাস্য কম দামে প্রোডাক্ট লঞ্চ করে টেক দুনিয়াকে চমকে দেওয়ার জন্য জান করেছে শাওমি। চিনে Mi Band 3 এর দাম ১৬৯ ইউয়ান। তাই আশা করা হচ্ছে ভারতে ২,৫০০ টাকার কম দামে লঞ্চ হবে এই ফিটনেস ব্যান্ড। এছাড়াও NFC কানেক্টিভিটি সহ একটি Mi Band 3 লঞ্চ করেছে শাওমি। চিনে এই ডিভাইসের দাম ১৯৯ ইউয়ান (প্রায় ২১০০ টাকা)।
প্রসঙ্গত এই বছর মে মাসে চিনে Mi 8 ফোনের সাথে Mi Band 3 লঞ্চ করেছিল শাওমি। এতোদিন শুধুমাত্র চিনের দাজারে এই ফিটনেসব্যান্ড কেনা গেলেও তা চিনের বাইরেবিক্রি হয়নি। এইপ্রথম চিনের বাইরে বিক্রি হতে চলেছে কোম্পানির লেটেস্ট স্মার্টব্যান্ড Mi Band 3।

No comments:
Post a Comment